প্রবাস মেলা ডেস্ক: অস্ত্র নয় কলম চাই, মানুষ মানুষের জন্য এ আদর্শে পথচলায় বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয়, পাবনার ৩০ বর্ষপূর্তি উপলক্ষে ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন ১৪৩০ গত ২ থেকে ৫ নভেম্বর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উক্ত সম্মেলনে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আগত সাহিত্যিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গুণীজন ২ শতাধিক সংস্কৃতিবানরা উপস্থিত ছিলেন। নব প্রজন্মকে দেশীয় সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করণে ২ নভেম্বর শিশুকিশোরদের শিক্ষামূলক প্রতিযোগিতা, ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতা সহ কবিতা সংসদের প্রয়াত জীবন সদস্যবৃন্দের ও প্রয়াত সকল কবি সাহিত্যিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, ৪ নভেম্বর শনিবার সকাল ৯টায় পাবনা প্রেসক্লাবের সামনে থেকে বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে সকাল ১০টা থেকে দিনব্যাপী পাবনা জেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য সাহিত্য সম্মেলনটি উদ্বোধন করেন পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবীদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব গোলাম ফারুক প্রিন্স জাতীয় সংসদ সদস্য, পাবনা-৫, সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটি। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন নাদিরা ইয়াসমিন জলি সংসদ সদস্য, মহিলা আসন- ৪২, সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটি। শরীফ উদ্দিন প্রধান, মেয়র পাবনা পৌরসভা, উৎপল মির্জা উত্তরাঞ্চলীয় ব্যুরোচীফ, মাছরাঙা টেলিভিশন, এস, এম মাহবুব আলম, সম্পাদক, দৈনিক সিনসা, পাবনা, কবি মঙ্গলপ্রসাদ মাইতি রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক, পশ্চিমমেদিনীপুর, ভারত। সভাপতিত্ব করেন মানিক মজুমদার, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ কবিতা সংসদ, পাবনা। দিনব্যাপী ৪টি অধিবেশনের ২য় অধিবেশনে আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ পর্বে সভাপতিত্ব করেন কবি আমিনুর রহমান খান, প্রধান অতিথি কবি এডভোকেট আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি শিমুল পারভীন, ঢাকা, কবি নিত্যগোপাল বিশ্বাস, নড়াইল, কবি তনুশ্রী রায়, হুগলি ভারত, কবি হাবিবুর রহমান ও কবি দিলীপ কুমার প্রামানিক। ৩য় অধিবেশনে বাংলা সাহিত্যের সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক সেমিনার পর্বে কবি জেবুন্নেছা ববিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১০ সদস্যের ভারতীয় অতিথিদের দলনেতা কবি ও গবেষক বরুন চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা: দেবপ্রসাদ ঢালী, ড. মনসুর আলম, দীপক কুমার সরকার ও কবি ফিরোজা খান। সমাপনী অধিবেশনে কবিতা সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও গবেষক মজিদ মাহমুদ, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন প্রফেসর ডা: ইফতেখার মাহমুদ, রুহুল আমিন বিশ্বাস রানা চেয়ারম্যান, রানা গ্রুপ, পাবনা। অধ্যক্ষ ফারুক আলম, খুলনা, কবি সৌগত প্রধান, ভারত।
আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে বরেণ্য কবি মজিদ মাহমুদকে বাঙলা সাহিত্য স্বর্ণ পদক এবং বাংলাদেশ ও ভারতের ১৯ জন কবি, সাহিত্যিক ও গবেষক কে ৪টি বিভাগে গুণীজন সংবর্ধনা জ্ঞাপন করেন। বাঙলা সাহিত্য পদক ১৪৩০ পেলেন-বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা, প্রফেসর ডা: ইফতেখার মাহমুদ, (পাবনা) মাহফুজ আলী কাদেরী, (পাবনা) রণজিৎ বিশ্বাস, ড. নির্মল বেরা, (ভারত)। চারণ কবি রজনীকান্ত সেনসাহিত্য পদক ২০২৩ পেলেন- এস এম রাজা, (পাবনা) দিলীপ কুমার প্রামাণিক, (ভারত), নিত্য গোপাল বিশ্বাস, (নড়াইল) হাবিবুর রহমান (ভারত), কবিতা সংসদ সাহিত্য পদক ২০২৩ প্রাপ্তরা হলেন- ইকবাল দরগাই, ভারত, শ্যামচরণ প্রামানিক, কোহিনূর বেগম শিউলী, তনুশ্রী রায় ভারত, দীপক কুমার সরকার, শরীফুল ইসলাম সরকার (ময়মনসিংহ), জিন্নাত আরা রোজী ,অশ্রুসাগর আনোয়ার, সালেহা ইমতিয়াজ (পাবনা) এবং সকল কবিকে খোলাচোখ স্মারক সম্মাননা ২০২৩ প্রদান সহ শিশু কিশোরদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে যোগদানকৃত সকল গুণীজন ও আমন্ত্রিত অতিথিদের সচিত্র জীবনী এবং পূর্ণাঙ্গ জীবন সদস্য পরিচিতিসহ সাহিত্য সম্ভার নিয়ে খোলাচোখ পত্রিকা বর্ধিত কলেবরে প্রকাশ হয়েছে।
শেষে বাংলাদেশ ও ভারত থেকে আগত আবৃত্তি ও কণ্ঠশিল্পীদের প্রানবন্ত আবৃত্তি ও গান দিয়ে সমাপ্ত হয়। ৫ নভেম্বর আমন্ত্রিত অতিথিদের নিয়ে পাবনার দর্শনীয় স্থানগুলো ঘুরে শোভাযাত্রার মাধ্যমে রানা ইকো পার্ক এন্ড পিকনিক স্পট এ চড়ুই ভাতি, সাহিত্য আড্ডা সেরে বিকালে পাবনায় ফিরে আসেন। ৬ নভেম্বর ভারত থেকে আগত অতিথিদের পাবনায় শান্তি নিকেতনের আদলে নির্মানাধীন চর নিকেতন কাব্য মঞ্চে আলোচনা, মতবিনময় সভা ও মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে সম্মেলন কর্মসূচি সম্পন্ন হয়। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯৩ সালের ২ নভেম্বর বাংলাদেশ কবিতা সংসদ প্রতিষ্ঠা হয়। পাবনায় এই প্রথম বেসরকারী উদ্যোগে আন্তর্জাতিক পর্যায়ে ৫দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন বাস্তবায়ন হলো।