মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। শনিবার কনসুলেট প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির সকল শ্রেণী ও পেশার ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
কনসুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।
দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন কনস্যুলেট কর্মকর্তা ক্বারী শহিদ উল্লাহ। ইফতার শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।