হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর পক্ষ থেকে নিউইয়র্ক ও পাশ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়, নিউইয়র্ক এবং পাশ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত যে সকল প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অথবা অন্য কারণে প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং সে সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আবারও গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর প্রতি অপরিসীম ভালোবাসা, অবিচল আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা। করোনা ভাইরাস মহামারীজনিত দুর্যোগের প্রেক্ষিতে, এই পবিত্র ঈদের মর্মবাণী অনুধাবন করে সমাজে শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবারের পবিত্র ঈদ-উল-আযহার নামাজ সম্মিলিতভাবে ঈদগাহ/মসজিদে আদায় করার বিষয়ে স্বাগতিক দেশের স্ব স্ব রাজ্যের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা প্রতিপালন করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর ক্রমবর্ধমান সংক্রমন থেকে রক্ষা পেতে এবং প্রতিরোধমূলক কার্যক্রম হিসেবে আমাদের সামাজিক দূরত্বসহ স্বাগতিক দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে অসীম ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলায় আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।যে কোন জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে সার্বক্ষণিক (২৪/৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে হটলাইন-১ঃ ৬৪৬-৬৪৫-৭২৪২, হটলাইন-২ঃ ৯২৯-৪২৪-২৭৫৮, Email: contact@bdcgny.org; website: www.bdcgny.org; facebook page: https://www.facebook.com/gobdcgny/.সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন। আবারো সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা।