হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর পক্ষ থেকে নিউইয়র্ক ও পাশ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমত এর মাস পবিত্র রমজান শুরু হয়েছে। এবারের রমজান মাসটি বহু মাত্রায় ব্যতিক্রমী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে রক্ষা পেতে আমাদের সামাজিক দূরত্বসহ স্বাগতিক দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলা করতে হবে। বিশেষ করে রমজান মাসের সেহরীর ও ইফতারের খাদ্য ক্রয় অথবা সংগ্রহ করার সময় কোনভাবেই যেন করোনা ভাইরাসে আবার সংক্রমিত না হই, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে। আর তাই আসুন আমরা মসজিদে একত্রিত না হয়ে নিজ নিজ গৃহে অবস্থান করে তারাবি নামাজ আদায় করি এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবছরের রমজান মাস পালন করি। সংযম পালনের এই মহান মাসে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে একে অপরকে সাহায্য করি। আল্লাহ আমাদের সকলকে সংযম সাধনের মাধ্যমে পবিত্র রমজান পালনের তৌফিক দান এবং দৃঢ়তার সাথে এই মহামারি থেকে পরিত্রাণের শক্তি প্রদান করুন।
উল্লেখ্য, নিউইয়র্ক এর মেয়র পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অর্ধ মিলিয়ন হালাল খাবার বিনামূল্যে মুসলমানদের জন্য নিউইয়র্ক সিটির ৪৩৫টি স্থানে বিতরণ করবেন।
যে কোন জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে সার্বক্ষণিক (২৪/৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে হটলাইন-১ঃ ৬৪৬-৬৪৫-৭২৪২, হটলাইন-২ঃ ৯২৯-৪২৪-২৭৫৮, Email: contact@bdcgny.org.