হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০১৮ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে। এ উপলক্ষে বাণীপাঠ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন। এ দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে মাননীয় কনসাল জেনারেল শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন।
তিনি বলেন বাঙালি জাতিকে সুপরিকল্পিত উপায়ে মেধাশুন্য করাই ছিল এ হত্যাযজ্ঞের মূল লক্ষ্য। কোন ষড়যন্ত্রই বাঙালি জাতিকে এ পথ থেকে বিচ্যুত করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বর্তমান সরকার বুদ্ধিজীবী হত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে। বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এছাড়াও ১৩ ডিসেম্বর রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল যোগদান করেন।