ক.ম জামাল উদ্দিন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার সকাল ০৮:৩০ ঘটিকায় গণশুনানী অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক মিশনের সেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছানোরে উদ্দেশ্যে এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে প্রবাসীদেরকে সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে কনস্যুলেট প্রাঙ্গণে কনস্যুলার সার্ভিস প্রদানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিগণের সাথে কনসাল জেনারেল কর্তৃক এই গণশুনানী অনুষ্ঠিত হয় ।
গণশুনানীতে কনসাল জেনারেল এফ.এম. বোরহান উদ্দিন সরাসরি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানে তাদের করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সনদপত্র গ্রহণ, অর্জিত অর্থ বৈধ পথে দেশে প্রেরণ, বাংলাদেশ বিমানে ভ্রমণ এবং সঞ্চিত অর্থ দিয়ে ওয়েজ আর্নার্স বন্ড ক্রয় করে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হবার জন্য উদাত্ত আহ্বান জানান। গণশুনানীতে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারি, মিডিয়া প্রতিনিধি এবং কনস্যুলেটে আগত সেবাপ্রার্থীরা ও জেদ্দায় বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন।