শফিক খান, বার্সেলোনা, স্পেন: বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনীয়া গঠন করার লক্ষ্যে” বিগত প্রায় চার মাস পূর্বে বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি সকল আঞ্চলিক সংগঠন ও নেতৃস্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে “আওয়াল ইসলামকে প্রধান অাহ্বায়ক করে গঠিত হয় একটি অাহ্বায়ক কমিটি। এই আহবায়ক কমিটি খন্ড খন্ড মিটিং করে এবং বহুল আলোচনা ও পর্যালোচনা করে সিদ্ধান্তে আসে এবং ২১ অক্টোবর রাত ১১ঘটিকায় বার্সেলোনার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে প্রধান উপদেষ্টা আওয়াল ইসলামের সভাপতিত্বে একটি জরুরী সভা করে ।
আবুতালেব আল মামুন লাবুর সঞ্চালনায় অাহ্বায়ক কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সংগঠনের প্রধান অাহ্বায়ক আওয়াল ইসলাম “কার্যকরী পরিষদের ৮ সদস্যের নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, প্রথম সহ সভাপতি মো: শফিউল আলম শফি, দ্বিতীয় সহ সভাপতি মো: আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: হিরা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শফিক খান, সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান (সহজ) এবং কোষাধ্যক্ষ সাব্বির আহমদ দুলাল।
উক্ত ৮ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ সাধারণ সদস্যদের নিয়ে আলোচনা সাপেক্ষ্যে বাকী কার্যকরী পরিষদ গঠন করবে।
এসময় উপস্থিত ছিলেন মাহারুল ইসলাম মিন্টু, মো: হিরা আলম, সফিক খান, মুজিবুর রহমান তুতা, রফিক উদ্দিন, লালন মিয়া, এখলাস মিয়া, গিয়াস উদ্দিন, তৌফিকুজ্জামান সহজ, মো: ছালাহ উদ্দিন, জাফর আহমদ, জাহাঙ্গীর আলম, কামরুল মোহাম্মদ, ফারুক আহমদ, রাসেদ বেপারি, সাহিদুর রহমান, রাসেল আহমদ, রহমান শাহাব, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মো: আজিজুর রহমান, সুফিয়ান আহমদ, ফয়সল আহমদ, মো: নাজমুল ইসলাম, ফিরুজ আলম আকাশ, শাহ আলম সাধীন, শামিম হাওলাদার, শিপলু রাজ, গোলাম সারয়ার, আশরাফুল হক, মহি উদ্দিন হারুন, ওয়াকিব আলী, দারা মিয়া, মাসুম আহমদ, আব্দুল মতলিব, আব্দুল হাকিম, মো: রফিক উদ্দিন, মাহবুল উল্লাহ, শফিকুর রহমান, কাজী আমির হোসেন আমু, আনিসুর রহমান বিজয়, রুবেল খান প্রমুখ ।