শফিক খান, বার্সেলোনা, স্পেন: ২৫ সেপ্টেম্বর ২০১৮ রাত ১১ঘটিকায় বাংলাদেশ-এসোসিয়েশন কাতালোনীয়া স্পেন এর আহবায়ক কমিটি এবং সাধারণ সদস্যদের উপস্থিতিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে এই সভাটি অনুষ্ঠিত হয়। লাবু মিয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জনাব আউয়াল ইসলাম। আলোচনা সভার বিষয়বস্তু ছিল সংগঠনের সংবিধান এবং লিখিত সংবিধান পড়ে সকলের সামনে উপস্থাপনা করা। সংবিধান পাঠ করেন মো: এখলাস মিয়া । সংবিধান নিয়ে মতামত প্রকাশ সহ অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মাহারুল ইসলাম মিন্টু, মো: হিরা আলম,সফিক খান, মুজিবুর রহমান তুতা, রফিক উদ্দিন, লালন মিয়া, গিয়াস উদ্দিন, সহজ মোল্লা, মো: ছালাহ উদ্দিন, জাফর আহমদ, জাহাঙ্গির আলম, কামরুল মোহাম্মদ, আব্দুল মুকিত খান, ফারুক আহমদ, রাসেদ বেপারি, সাহিদুর রহমান, রাসেল আহমদ, রহমান শাহাব, জসিম উদ্দিন, করিম উদ্দিন, সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মো: আজিজুর রহমান, সুফিয়ান আহমদ, ফয়সল আহমদ, মোঃনাজমুল ইসলাম, তৌফিকুজ্জামান সহজ, ফিরুজ আলম আকাশ, শাহ আলম সাধীন, শামিম হাওলাদার, শিপলু রাজ, গোলাম সারয়ার, আশরাফুল হক প্রমুখ। সকলের বক্তব্যের মধ্য দিয়ে সিদ্ধান্ত প্রণিত হয় বর্তমান আহবায়ক কমিঠির সকল নেতৃবৃন্দের আলোচনা সাপেক্ষে একটি কার্যকারী কমিঠি গঠন করা হবে এবং এই কার্যকারী কমিটি বসে একটি উপদেষ্টা কমিঠি সহ সাধারণ সদস্য নিয়োগ করে কার্যক্রম পরিচালনা করে যাবে।
সবাইকে রাতের খাবার আপ্যায়নের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয় ।