শরীফ মো: মিজানুর রহমান, কুয়েত: বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কুয়েত যুবলীগের সদস্য আল-মামুনের সভাপতিত্বে ও ফাহাহিল মহানগর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত- বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, কুয়েত আওয়ামী লীগের সভাপতি আতাউল গনী মামুন, মুক্তিযোদ্ধা সফিউল আলম সফি, সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নজরুল ও সামছুল আলম।
বক্তব্য রাখেন, মাসুদ করিম, কামাল হোসেন,শামীম আহমেদ, নবী উল হক মিলন,মুরাদুজ্জমান চৌধুরী, মনজুরুল রহমান মঞ্জু, শাহাদাত হোসেন বিক্রমপুরী,মোঃ আরিফ, ইদ্রিছ আলী, সোহাগ,মানিক কুন্ড,মোঃ আনোয়ার হোসেন,জাকির হোসেন রতন, রফিকুল ইসলাম, মোঃ আক্তার, মোঃ ফারুক জাহারসহ অনেক।
অনুষ্ঠান চলাকালীন বাংলাদেশ থেকে আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম খান নিখিলের পাঠানো রেকর্ডকৃত বক্তব্য বাজিয়ে শুনানো হয়।
অন্যদিকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডঃ সাজ্জাদ হায়দার।
ঢাকায় সপ্তম জাতীয় কংগ্রেসে যোগদানকারী সকল কাউন্সিলর ও ডেলিগেটদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।