হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যথাযথ মর্যদার সাথে বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উদ্যোগে ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। ১৭ ডিসেম্বর সোমবার, সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের এষ্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মাইন উদ্দীন মঈনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ-এবং সহ সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এর সুচারু ও যৌথ উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা মহিউদ্দীন হায়দার খোকা । বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ডা. টমাস দুলু রায়, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা এমাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আকতার হোসাইন , মুক্তিযোদ্ধা নুরে আজম বাবু, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা সিরাজুল ইসলাম সরকার, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা রাজু আহমদ মোবারক, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা আ:লীগনেতা রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা এম আর সেলিম।
উন্মুক্ত আলোচনা পর্বে উঠে আসে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বাঙালির বিজয় অর্জনের ইতিহাস, দেশের ব্যাপক উন্নয়ন এবং রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের বিভিন্ন দিক।
যুক্তরাষ্ট্রে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাঙালিদের সমাগমে মুখরিত এ আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এমএ সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বহুমুখী সাফল্যের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাঁকে পুরস্কৃত করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের প্রধান বক্তা মুক্তিযোদ্ধা মহিঊদিদন হায়দার খোকা মুক্তিযুদ্ধকালীন তাঁর স্মৃতি তুলে ধরে বলেন, “জাতির পিতা অত্যন্ত সুনিপুণভাবে, ধীরে ধীরে বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুত করেছিলেন”।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, বাইবেল থেকে পাঠ ডা. টমাস দুলু রায় ও গীতা পাঠ করেন সবিতা দাস।
অনুষ্ঠানে সবিতা দাসের নেতৃত্বে সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার ন্যাশনাল এন্তাম পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠন, ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, মুক্তিযোদ্ধা সহ সমাজের বিবিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।