শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ৩ আগস্ট শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগ বৃহত্তর চট্টগ্রাম কুয়েত শাখার উদ্যোগে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে তাদের মাঝে প্রচার ও প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় কয়েকজন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সহ সভাপতি মনির হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠক শামশুল হক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুছা চোধুরী। অনুষ্ঠানে বিশেষ ভূমিকার জন্য শেখ খোরশেদ আলম, মাহাবুব আলম, টিপু চৌধুরী, মোঃনুরুকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের তৌহিদূল আলম সেয়ান, নুর উদ্দিন, আজম খান, নজরুল ইসলাম রুবেল, বিশ্বজিত বড়ুয়া, সুমন বড়ুয়া, এস এম জুয়েল, এনামুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান বক্তা মুছা বলেন, এ সংগঠন ভবিষ্যতে আওয়ামীলীগ চট্টগ্রামবাসী ও প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের কল্যানে ও সদস্যদেরকে উৎসাহিত করতে বিভিন্ন দুর্যেোগে একসাথে কাজ করার অঙ্গীকারবদ্ধ। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।