রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি অবনি চন্দ্র দাস গোপাল, সহ-সভাপতি সুব্রত শুভ ভট্টাচার্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, এমদাদুল হক স্বপন, ফয়সাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু সহ আরো অনেকেই।

তাছাড়াও এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স মহানগর আওয়ামী লীগ, ফ্রান্স যুবলীগ-ছাত্রলীগ, শ্রমিক লীগ এর নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আওয়ামী লীগ একটি পরিবার, আওয়ামী লীগ পরিবারের সকলের প্রতি আহ্বান জানান জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই একত্রিত হয়ে কাজ করার জন্য। তাহলে অচিরেই বাংলাদেশে একটি সোনার বাংলাদেশ সে পরিণত হবে। পরে কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।