শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন উপলক্ষে এক আলোচনা ও শিশুকিশোরদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল গনি মামুন এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহনাওয়াজ নজরুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফি, আবুল কাশেম, সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, যুগ্ম সম্পাদক রোকনউজ্জান পিদ্দু, কামরুজ্জামান টিটু সহ অনেকে।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে সায়েদ মিজান, মোহাম্মদ কামাল হোসেন, সামসুল আলম, জাতীয় শ্রমিক লীগ সভাপতি কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, বিলাল হোসেন, যুবলীগের আহ্বায়ক কুয়েত এর ইমাম উদ্দিন বাদল সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উৎসব, আওয়ামী পরিবারের সন্তানেরা জন্ম বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন সহ ছিল বিশেষ আয়োজন। প্রতিযোগীদের মাঝে বিশেষ পুরস্কার দেয়া হয়। শিশুরা পুরস্কার পেয়ে আনন্দিত, পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শেই পথ চলবে কুয়েতে বেড়ে ওঠা বাংলাদেশী পরিবারের শিশুরা তেমনি প্রত্যাশার কথা বললেন কুয়েত শাখা আওয়ামীলীগের নেতারা। পাশাপাশি প্রানের সংগঠন আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে মুজিবীয় সকল সৈনকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। সবশেষে শিশুদের মাঝে পুরস্কার বন্টন ও বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।