রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: বাংলাদেশে ৬ষ্ঠ বারের মত মালয়েশিয়ার ৮টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সরাসরি অংশগ্রহণে শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে AIMS Education Solution । আগামী ২১ অক্টোবর রাজশাহীর চেম্বার অব কমার্স, ২৩ অক্টোবর খুলনার হোটেল ক্যাসেল সালাম এবং ২৫ ও ২৬ অক্টোবর ঢাকার ফার্মগেটে অবস্থিত নর্দান ইউনিভার্সিটির হল রুমে মেলা অনুষ্ঠিত হবে । প্রতিদিন সকাল দশ থেকে বিকেল ছয়টা পর্যন্ত মেলা চলবে।
মেলায় অংশগ্রহণকারী আটটি বিশ্ববিদ্যালয় হল: ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (UPM), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (UTM), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM), মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি(MMU), ইউনিভার্সিটি টেকিনিক্যাল মালয়েশিয়া মেলাকা (UTeM), ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (UMT) ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং (UMP)।
শিক্ষামেলা আয়োজকদের পক্ষে আবুল কালাম আজাদ প্রবাস মেলাকে জানান, ” গত এক যুগের ও বেশি সময় আগে থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়াকে শিক্ষার জন্যে তাদের গন্তব্য হিসেবে বেছে নিতে শুরু করে। কিন্তু, যথাযত তথ্য ও গাইডলাইনের অভাবে ভাল রেজাল্ট থাকা সত্ত্বেও ছাত্র-ছাত্রীরা প্রতারিত হচ্ছেন। যেমন, জিপিএ ৪ এর উপরে থাকলে একজন শিক্ষার্থী মালয়েশিয়ার কোন না কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। অথচ জিপিএ ৫ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীকে নাম সর্বস্ব কলেজে ভর্তি করিয়ে প্রতারনা করা হয়।”
এই সমস্যা থেকে উত্তরণের উদ্দেশ্য ২০১২ সাল থেকে AIMS EDUCATION SOLUTION ছাত্র-ছাত্রীদেরকে মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সহযোগিতা করে আসছে। আর তারই ধারাবাহিকতায়, ৬ষ্ঠ বারের মত মালয়েশিয়ার সেরা আটটি সরকারি বিশ্ববিদ্যালয়কে “AIMS 6th Malaysian Public University Education Expo in Bangladesh 2019” এর জন্যে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা বাংলাদেশে যাওয়ার জন্যে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।” তাই শিক্ষার্থীরা মেলায় গিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সাথে কথা বলার সুযোগ পাবেন ।