প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জোটটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ।
এ সময় তিনি বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানান। রাজনৈতিক সহিংসতায় হতাহতের বিষয়টি উল্লেখ করে অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্বিচার আটক থেকে বিরত থাকতেও আহ্বান জানান স্টিফেন দুজারিচ। এর পাশাপাশি সব পক্ষকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান তিনি। এছাড়াও বিরোধী দলীয় নেতাদের গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করেন স্টিফেন দুজারিচ।
স্টিফেন দুজারিচ বলেন, সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা মনে করি, আগামী নির্বাচন সামনে রেখে সার্বিক পরিস্থিতি শান্ত হওয়া জরুরি। এর পাশাপাশি সবার মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।