মার্ক রায়: বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ইউকে এর লন্ডনস্থ সেন্ট এ্যান্থনী প্রাইমারি স্কুলের মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশে খ্রিস্টান কমিউনিটি ইউকে’ এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। বার্ষিক সাধারণ সভায় সকলের উপস্থিতি এবং আলোচনা ছিল অত্যন্ত প্রাণবন্ত।
এই সংগঠন দীর্ঘ দীর্ঘদিন যাবত বাংলাদেশের সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে, জাতীয় উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছে। বার্ষিক সাধারণ সভার মূল আলোচনার শেষ অংশে সকলের সম্মতিতে ‘পাষ্টার কাজল সরকার’কে প্রধান নির্বাচন কমিশনার এবং মিসেস মিতালী সরকার ও মিসেস যুথিকা রোজারিও কে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা। এরপর যথা নিয়মে নির্বাচন কমিশনারদের কে ক্ষমতা হস্তান্তর করে বর্তমান কার্যনির্বাহী পরিষদ এর বিলুপ্তি ঘোষণা করা হয়।
শেষে প্রধান নির্বাচন কমিশনার লেনার্ড রোজারিও “সভাপতি” ও মিল্টন কস্তা -কে “সাধারণ সম্পাদক” করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন । এক্ষেত্রে কারো কোন দ্বিমত না থাকায় সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
নতুন কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি- জুট মার্ক রোজারিও, সহ-সাধারণ সম্পাদক -রোমিও জেমস রোজারিও, কোষাধক্ষ্য- বিপ্লব হিউবার্ট গমেজ, সাংগঠনিক সম্পাদক -জোসেফ গমেজ ,সাংস্কৃতিক ও যুব বিষয়ক সম্পাদিকা- মিসেস রিপা রোজারিও, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক- অনিক রিবেরু, ধর্মীয় সম্পাদক-বিপ্লব গমেজ, ক্রিড়া ও উৎসব সম্পাদক- বাবু রবার্ট কস্তা, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- উইলসন সরকার,মনোনীত সদস্য- সবুজ থিওফিল রিবেরু ও নিউটন মিলন মন্ডল।
দুপুরের আহারের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিল্টন কস্তা তার শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসা কামনা করেন। পরে প্রার্থনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।