প্রবাস মেলা ডেস্ক: ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার, কানেক্ট বাংলাদেশ এর বাংলাদেশ চ্যাপ্টার গঠিত হয়। ২৩ জন সমন্বয়ক বিশিষ্ট এই কমিটির সমন্বয়ক নির্বাচিত করা হয় বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এবং বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা এডভোকেট আব্দুন নূর দুলালকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আতিকুর রহমান (রনজু) কে সমন্বয়ক সচিব এবং সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মানবধিকার কর্মী এডভোকেট এনামুল হক এনামকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্য সমন্বয়ক সদস্যগণ হলেন ১. আবদুল্লাহ হিল বাকী, ২. কাওসার আহমেদ, ৩. এড. সাইফুল ইসলাম, ৪. মানিক রঞ্জন সরকার, ৫. ডা. দিলদার হোসেন (বাদল), ৬. রাজ্জাকুল হায়দার চৌধুরী, ৭. মোস্তফা কামাল আজাদী, ৮. ফারাহ দিবা দীপ্তি, ৯. ফেরদৌস শৈবাল, ১০. এডভোকেট নাহরীন তানিয়া, ১১. এডভোকেট শাহ আলম, ১২. ব্যারিস্টার নিশাত মাহমুদ, ১৩. এডভোকেট মোহাম্মদ জগলুল কবির, ১৪. মাসুদুর রহমান, ১৫. এডভোকেট সালমা হাই টুনি, ১৬. মোঃ আবদুল হান্নান চৌধুরী (নাদির), ১৭. ওমর আলী, ১৮. সফর উদ্দিন উত্তম, ১৯. এডভোকেট নূসরাত শরিফ ও ২০. ড. এম. হেলাল।
২৩ সদস্যবিশিষ্ট এই সমন্বয়ক কমিটি গঠন উপলক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক লুত্ফা হাসীন রোজী (আমেরিকা), ফজলুর রহমান (জার্মানী) ও রফিকুল ইসলাম (আমেরিকা)। সভায় উপস্থিত প্রবাসী অতিথিগণ যৌথ নেতৃত্বের উপর আলোচনা করেন। সকলে মিলে বাংলাদেশের সমৃদ্ধি ও প্রবাসীদের নাগরিক সুরক্ষার জন্য একযোগে কাজ করে যাওয়ায় অঙ্গীকার ব্যক্ত করেন।
এডভোকেট আব্দুন নূর দুলাল কানেক্ট বাংলাদেশের উপর এক সংক্ষিপ্ত আলোচনা করেন। সভায় উপস্থিত সবাই নিজেদের মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, কানেক্ট বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তঃদেশীয় একটি নির্দলীয় সংগঠন। যৌথ নেতৃত্ত্বের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ইতালির রোমে কানেক্ট বাংলাদেশ এর তৃতীয় আন্তঃদেশীয় সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।