প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্ট থেকে দেওয়া ভাষণে উদ্বেগ প্রকাশ করেন।
একই সঙ্গে তিনি বলেন, আমাদের আশা বাংলাদেশের পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হবে। ভারতীয়রা চাইছেন, সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক।
এদিকে মঙ্গলবার (১৩ আগস্ট) সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ করতে চাচ্ছি, যেটা হবে একটি পরিবার। যেখানে সবার সমান অধিকার থাকবে। আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। এটা আমরা নিশ্চিত করতে চাই।’
৫ আগস্ট সোমবার গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিল না। তখন ঢাকাসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে।