সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বড়দিন বা ক্রিসমাস, যিশু খ্রিস্টের পবিত্র জন্মদিন। বড়দিন তথা ২৫ ডিসেম্বর মানেই অনেক অনেক অনন্দ আর ভালোবাসা।
যিশুখ্রিস্টের ত্যাগ ও মহিমায় সবার জীবন উজ্জ্বল হয়ে উঠুক, ত্যাগের শিক্ষা উজ্জীবিত করুক সকলকেই এই প্রত্যাশায় ট্রিনিটি এপিসকোপাল চার্চে রেডল্যান্ড সিটিতে বসবাসরত বাংলাদেশী খ্রিষ্টান সম্প্রদায় “বাংলাদেশী খ্রিস্টান ফেলোশীপ অফ ক্যালিফোর্নিয়া” প্রতি বছর ন্যায় বড়দিন ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহমর্মিতা, উদারতা, কৃতজ্ঞতা-এই সব মানবিক গুণাবলীর প্রকাশের মধ্যদিয়ে।সংযম, সহিষ্ণুতা, ত্যাগ ও ভালোবাসার মধ্যদিয়েই স্মরণ করলো মহান স্রষ্টাকে।
ধর্ম যার যার উৎসব সবার। এই মহামন্ত্রকে সামনে রেখে সুদুর লস এন্জেলেস থেকে অনেক মুসলমানকে বড়দিনের শুভেচ্ছা আর শুভকামনা জানাতে ছুটে গেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল বাবু প্রিয়তোষ সাহা।
তিনি বলেন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান আমাদের শিক্ষা দেয় মানবতার আর মূল্যবোধের। প্রতিটি ধর্মই আমাদের প্রকৃ্ত মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা প্রদান করে। জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক বিশ্ব ভ্রাতৃত্বের।
অনুষ্ঠানের শুরুতেই সাবার মঙ্গল কামনা করে পার্থনা করা হয় এবং সমবেত সংগীত পরিবেশন করেন অঞ্জলী রায়, রূপা হালদার, পলিন গোমেজ, ছন্দা হালদার, মারলীন রোজারিও, শমূয়েল বিশ্বাস, অমর মজুমদার, অক্ষর, অরিত্র, কেকা মন্ডল, অন্জন মজুমদার, জোয়েল সরকার, রুমঝুম অধিকারী, বেথেল রায় প্রমুখ।