কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: আসন্ন হজ্ব মৌসুমে সৌদি আরবের মক্কায় বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ২০৭ সদস্যবিশিষ্ট হজ্ব মেডিক্যাল দল ঘোষণা করেছে। তাদের মধ্যে ৯০ জন চিকিৎসক, ৭৫ জন নার্স, ব্রাদার, ৩৪ জন ফার্মাসিস্ট ও ৮ জন স্বাস্থ্য সহকারী, প্যারামেডিক্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান। রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দুই পর্যায়ে মেডিক্যাল টিমের সদস্যরা সৌদি আরব যাবেন। যশোর মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহিদুর রহমানের নেতৃত্বে প্রথম দলটি এবং দ্বিতীয় দলটি সেনা সদর, এজি শাখা (চিকিৎসা পরিদপ্তর) বিগ্রেডিয়ার জেনারেল জাকির হাসানের নেতৃত্বে দায়িত্ব পালন করবে।
হজ্ব প্রশাসনিক দলের দলনেতার অধীনে হজ্ব মেডিক্যাল টিম কাজ করবে। চলতি বছর সৌদিআরবের মক্কায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব পালন করার কথা রয়েছ । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজ্বে যাচ্ছেন।