মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ফ্রান্সের তুলুজ শহরে উদযাপিত হল গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ। বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৭ম বারের মতো এই সমুদ্র ভ্রমণ শুরু হয় সকাল ৯টায়। প্রণতি ক্রুশের প্রার্থনার মাধ্যমে বাস নির্দিষ্ট গন্তব্য স্থলে যাত্রা শুরু করে। রাস্তার দু’ধারে চোখ ধাঁধানো সৌন্দর্যকে পিছনে ফেলে বাস তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগুতে থাকে। পথে যাত্রা বিরতিতে প্রচার সম্পাদক পংকজ গমেজের নেতৃত্বে সকালের নাস্তা পরিবেশন করা হয়। চলার পথে বাসের ভিতরে গান, কৌতুক, আড্ডা, খুনসুটি ইত্যাদি ছিল দারুণ উপভোগ্য। দুপুর ১:৩০ মিনিটে নির্দিষ্ট সমুদ্র সৈকতে বাস পৌঁছে যায়। দুপুরে আহার শেষে, সকলে আনন্দের খোঁজে সমুদ্র সৈকতে ঝাঁপিয়ে পড়ে। অসাধারণ আবহাওয়া এবং সমুদ্রের উত্তাল ঢেউ সত্যি বাংলাদেশের কক্সবাজারের কথা মনে করিয়ে দিচ্ছিল। সমুদ্র সৈকতে বাচ্চাদের সহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানাবিধ খেলাধুলা ভীষণ উপভোগ্য ছিল। সন্ধ্যায় ফেরার পথে রিকি পি রোজারিও এর মানমুগ্ধকর উপস্থাপনায় সকলের অনুভূতি প্রকাশ এবং সংক্ষিপ্ত বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সভাপতি যোসেফ ডি কস্তা, সাধারণ সম্পাদক মার্ক রায়, প্রচার সম্পাদক পংকজ গমেজ, ট্রেজারার লিওনার্ড এল রোজারিও, সাংস্কৃতিক সম্পাদক-ইভা রোজারিও, প্রিন্স গমেজ,জেমস পিন্টু কস্তা, জুয়েল গমেজ, খোকন এল পেরেরা, নিখিল রোজারিও, গৌরব নাথ, নুপুর রোজারিও, প্রণতি ক্রুজ, কলিন্স গমেজ, সনি কস্তা সহ অন্যান্যরা। বক্তারা উল্লেখ করেন সকলের মানসিক বিনোদনের জন্য এই ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি করা উচিত। কারণ এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের বাচ্চারা একে অন্যকে চিনতে ও জানতে পারে। প্রচন্ড কর্ম ব্যস্ততার মাঝে আমরাও একটু আনন্দ খুঁজে পাই।
সাধারণ সম্পাদক তার বক্তব্যে বিশেষভাবে ধন্যবাদ দেন রক্সি কস্তাকে বাসের দায়িত্ব নিবার জন্য। রান্না, বাজার সহ যাবতীয় দায়িত্ব পালনের জন্য পঙ্কজ গমেজ ও তার টিমকে সাধুবাদ জানান। সভাপতি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও প্রশংসা করেন। তিনি আহবান করেন আগামীতে যেন এমনিভাবেই আমরা সংগঠনের সমস্ত কার্যক্রমে এগিয়ে আসি। সকল সৌন্দর্য্যকে পিছে ফেলে রাত ১০টা নাগাদ বাস পুণরায় তুলুজ শহরে ফিরে আসে। সর্বশেষ সনি কস্তার প্রার্থনার মাধ্যমে র এই আনন্দ ভ্রমণের পরিসমাপ্তি ঘাটে।