প্রবাস মেলা ডেস্ক: কয়েকদিন আগেই ‘বার্বি’ ফ্যাশনে সেজেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডেরা। মূলত এটি ছিল বিশ্বজুড়ে আলোচিত হলিউড ছবি ‘বার্বি’র প্রচারণা। এবার ‘বার্বি’ ফ্যাশন উম্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা । বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে হলিউডের বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘বার্বি’। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ারে এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন ‘বার্বি’র বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রমজান মিয়া। এরপর থেকে বার্বি উম্মাদনায় মেতেছেন বাংলাদেশি তারকারা। এদিন স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখাকে সাজানো হয়েছিল গোলাপি রঙে। ঢাকাই শোবিজের অনেক তারকারা সেখানে উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে অন্যতম ছোট পর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা চৌধুরী টয়া। নাটকের পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপনচিত্রে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বার্বি উম্মাদনায় মেতেছেন টয়া। এমন কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে ভক্তদের মাঝে শেয়ার করেছেন এই অভিনেত্রী। জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও একই বার্বি উম্মাদনায় মেতেছেন। এ নিয়ে সামাজিক পাতায় কয়েকটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।
নৃত্যশিল্পী মডেল হৃদি শেখ, অভিনেত্রী সাফা কবির, শাহতাজ, গায়িকা জেফার রহমান, জান্নাতুল ফেরদৌস পিয়া, ইউটিউবার সালমান মুক্তাদির ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর।