প্রবাস মেলা ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ফ্রানাজ বিনতে হোসেন মীম এ বছর আমেরিকান ওয়াশিংটন ইউনির্ভাসিটি ল কলেজ থেকে আইনশাস্ত্রে সর্বোচ্চ ডক্টরেট ডিগ্রি লাভ করেছন।
তিনি মঠবাড়িয়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডা. আনোয়ার হোসেন ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মা ও শিশু বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. রওশন আরা বেগম এর কনিষ্ঠ কন্যা।
এর আগে তিনি কৃতিত্বের সাথে ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে এল.এল.বি (অনার্স) এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় (সিয়াটেল) থেকে এল.এল.এম (মাস্টারস) ডিগ্রী সম্পন্ন করেন।
ফ্রানাজ বিনতে হোসেন মীম তার এই প্রাপ্তিতে তিনি মহান আল্লাহুতায়ালার প্রতি শুকরিয়া আদায় করেছেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশি-আমেরিকান (এটর্নি) আইনজীবী হয়ে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে আগ্রহী। তিনি সকলের দোয়া প্রার্থী।