প্রবাস মেলা ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি লেখক জসীম উদ্দীন। এসময় তিনি তার প্রবাস জীবন এবং লেখালেখি নিয়ে প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করেন। আলাপচারিতার এক ফাঁকে প্রবাস মেলা’র উপদেষ্টা মামুন ইমতিয়াজ তার হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন। পত্রিকাটি হাতে পেয়ে তিনি প্রবাস মেলা পরিবারকে ধন্যবাদ জানান। এসময় জসীম উদ্দীন তার লেখা ‘ডানকিন ডানা’ উপন্যাসটি মামুন ইমতিয়াজকে উপহার দেন। ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার ভ্যালেন্টাইন ডে তে একুশে বই মেলায় এ বইটির মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচনা অনুষ্ঠানে লেখক জসীম উদ্দীন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মাননীয় উপাচার্যসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ‘ডানকিন ডানা’ বইটিতে লেখক সুনিপূণ হাতে আমেরিকার মতো উন্নত দেশে প্রবাসীদের কর্মজীবনের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খা, সাফল্য-ব্যর্থতাসহ চলমান জীবনের নানা বিষয় তুলে ধরেছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ব বিদ্যালয়র সাবেক ছাত্র নেতা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি আমরিকান জসীম উদ্দীন নিয়মিতভাবে সাহিত্য চর্চা করে যাচ্ছেন। অমর একুশে বইমেলা-২০২০ এ তার লেখা ডানকিন ডানা উপন্যাসটি প্রকাশিত হয়েছে। আমেরিকার নিউজার্সির পাবলির্শাস কোম্পানী ‘ম্যাচ স্টিক লিটারেসি’ এ বইটির ইংরেজি ভার্সন এবং বাংলাদেশে ‘জিনিয়াস পাবলির্শাস’ বাংলা ভার্সনে বইটি প্রকাশ করেছে। ঢাকার একুশে বই মেলায় ৮নং প্যাভিলয়নে পাওয়া যাচ্ছে।

একুশে বইমেলায়-২০১৫ এ জসীম উদ্দীনের দুটি ছোটগল্পগ্রন্থ ‘রুপালী ইলিশ’ ‘প্রেমের সীমান্তে’ ও একটি উপন্যাস ‘দ্যা আমেরিকান ড্রিম’ প্রকাশিত হয়। তার বিখ্যাত উপন্যাস ‘দ্য আমেরিকান ড্রিম’ বিশ্ব বাজারে ইংরেজি ভার্সন বাজারজাত করছে জায়েন্ট কোম্পানী ‘আমাজন’।‘ডানকিন ডানা’ উপন্যাসটি বিখ্যাত লাইবেরী ‘ব্রানচ এন্ড নোবেল’ সহ সকল অন লাইনে পাওয়া যাচ্ছে। আলাপচারিতায় জানা যায়, বাংলাদেশের গর্ব গুণী এই লেখকের লিখিত ‘দ্যা আমেরিকান ড্রিম’ উপন্যাসের গল্প নিয়ে তার পরিচালনায় ও আমেরিকান মূলধারা চলচ্চিত্র ইংরেজি ভাষার Bell production (INC USA) এর প্রযোজনায় একটি চলচ্চিত্র নির্মাণ এর কাজ দ্রুত এগিয়ে চলছে।