প্রবাস মেলা ডেস্ক: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখতে পাওয়ায় দেশটিতে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। চাঁদ দেখার উপরে নির্ভর করে পুরো মুসলিম বিশ্বে ঈদুল আজহার তারিখ নির্ধারণ হয়ে থাকে। সৌদির মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ২৮ জুন ঈদ উদযাপিত হবে।
মালয়েশিয়ান বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, রবিবার চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার প্রথম দিন পালন করা হবে। মালয়েশিয়ার মতো ব্রুনাইতেও চাঁদ দেখা যায়নি। সেখানেও দেশটির সরকার আগামী ২৯ জুন ২০২৩, বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে বলে ঘোষণা করেছে।
এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, জাপান, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সেখানেও ২৯ জুন কোরবানির ঈদ পালন করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে, তা জানা যাবে ১৯ জুন ২০২৩, সোমবার। চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। বহুবছর ধরেই সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদের পরেরদিন বাংলাদেশে ঈদ হয়ে আসছে।