প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশে দুবাইভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় সুগন্ধি উৎপাদন এবং বিপণনকারী কোম্পানি আল হারামইন পারফিউমস এর চতুর্থ শোরুম উদ্বোধন করা হয়েছে। ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর লেভেন ওয়ানে গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি এই শো রুমের উদ্বোধন করেন।
এসময় এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাবুর রহমান নাসির বলেন, বাংলাদেশে সর্ব প্রথম আল হারামাইন পারফিউমস এর ব্যবসা শুরু করেন এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে।বর্তমানে যমুনা ফিউচার পার্কে প্রতিষ্ঠানটির তিনটি শোরুম রয়েছে।সেখান থেকে উৎসাহিত হয়েই শোরুমের সংখ্যা বাড়াচ্ছেন তারা।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তাদের পণ্য বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুতপূর্ণ অংশীদার হিসেবে তিনি দেশের মাটিতে ব্যবসা শুরু করেছেন বলে জানান। শুধু পারফিউমস নয়, এ প্রতিষ্ঠানের আতর ও সুগন্ধীযুক্ত নানা রকমের কসম্যাটিকও রয়েছে । ধীরে ধীরে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে দেশের সব বিভাগীয় শহর এবং জেলাগুলোতেও আল হারামাইন পারফিউমসের শোরুম করা হবে বলে তিনি জানান।
এ সময় প্রতিষ্ঠানটির নিবার্হী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।