প্রবাস মেলা ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বলিউডে অভিষেক হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) মুক্তি পাচ্ছে তার প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’। ছবিটি নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। যেখানে অভিনেত্রী টাবু, আশীষ বিদ্যার্থী ও আলি ফজলের মতো নামকরা বলিউড তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাঁধন।
গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, অনেক বড় প্ল্যাটফর্ম। তার ওপর এত বড় শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেমন ভালো ছিল, তেমনি চ্যালেঞ্জও কম নয়। অবশ্য প্রথমে একটু ভয় কাজ করছিল। বলিউডের মহাতারকা টাবুর সঙ্গে কাজ করব। ছোটবেলায় তার নানা রকম সাক্ষাৎকার পড়তাম। আগে থেকেই উনি আমার পছন্দের তালিকায় ছিলেন। সব মিলিয়ে বলব দারুণ অভিজ্ঞতা।
বাঁধন বলে, ‘খুফিয়া’ সিনেমাতে আমি বাংলাদেশি মেয়ের চরিত্রে কাজ করেছি। সেখানে আমার ছোট একটি চরিত্র ছিল। বাংলাদেশ থেকে এই চরিত্রের জন্য তেমনই একজনকে খোঁজা হয়েছিল, সেখানে আমি নির্বাচিত হয়েছি।
এর আগে সেপ্টেম্বরে প্রকাশ পেয়েছিল ‘খুফিয়া’ সিনেমার ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ট্রেলারে একাধিকবার দেখা গেছে বাঁধনকে। যেখানে তার লুক নজর কেড়েছে ভক্তদের।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’।