প্রবাস মেলা ডেস্ক: অনেক উৎসাহ উদ্দীপনা, বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি ও নানা শ্রেণি-পেশা’র মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার মধ্য দিয়ে পাক্ষিক প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ১৫ জানুয়ারি ২০২০ বুধবার বিকাল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত পত্রিকার কার্যালয়ে দেশের নানা শেণি-পেশার মানুষ সহ বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন পত্রিকাটির জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানাতে।
‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ এই স্লোগান নিয়ে ২০১৫ সালের ১৫ জানুয়ারি শুরু হয় পাক্ষিক প্রবাস মেলা’র পথচলা। গত পাঁচ বছরে দেশে-বিদেশে নানা চড়াই- উৎড়াই পেরিয়ে দেশে বিদেশে অসংখ্য পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা পেয়ে পত্রিকাটি ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো।
৬ষ্ঠ বর্ষে পদার্পণের কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। নির্বাহী সম্পাদক শহীদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক, আবৃত্তিকার মামুন ইমতিয়াজ। এসময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাবেরা আক্তার সুখীও উপস্থিত ছিলেন।
৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে পত্রিকার কার্যালয়ে অনেকেই শুভেচ্ছা জানাতে এসেছিলেন। তারা হলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক-ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক-কাহিনীকার-প্রযোজক এবং অভিনেতা কাজী হায়াৎ, একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর, কিংবদন্তী অভিনেতা আব্দুল আজিজ,
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম, অভিনেত্রী-উপস্থাপিকা-মডেল ও রাজনৈতিক নেত্রী রওনক বিশাখা শ্যামলী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা-কবি বুলবুল মহলানবীশ, ড. মোহাম্মদ শহীদুল্লাহ্ হলের সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন, সঙ্গীতশিল্পী মিলি সোহানী, টিভি অভিনেত্রী রোমানা স্বর্ণা, নাট্যকার ও নাট্যপরিচালক এস এম দুলাল, তারা মাল্টিমিডিয়া এর চেয়ারম্যান আহমেদ সাব্বির রোমিও, মডেল ও অভিনেতা সালমান সাফা,
লাক্স চ্যানেল আই সুপারস্টার তানিন তানহা, দর্জিবাড়ীর ব্র্যান্ড এম্বাসেডর সীমান্ত, মডেল ও অভিনেত্রী শর্মী ইসলাম, অভিনেত্রী সুলতান চৌধুরী, অভিনেত্রী সাচিনূর, অভিনেত্রী লিজা খানম, নাগরিক ছাত্র ঐক্য এর আহ্বায়ক সাকিব আনোয়ার, নাগরিক যুব ঐক্য এর
সমন্বয়ক কবীর হাসান, কণ্ঠশিল্পী শান্তা বিশ্বাস, নৃত্যশিল্পী ইভা হাসান, ডিসট্রেজড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর পক্ষে মো: সামিউল হাসান, ইস্পাহানি কলেজ এর প্রভাষক শহীদুল ইসলাম ও মোশারফ হোসাইন,
প্রবাস মেলা’র চট্টগ্রাম প্রতিনিধি রানা সাত্তার, সাত তারকা সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শাহাদাৎ চৌধুরী, শ্রমজীবী নারী মৈত্রী এর প্রেসিডেন্ট বহ্নিশিখা জামালী, উপস্থাপিকা সারজিন তামান্না, সংবাদ পাঠিকা রেহানা পারভীন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণজাগরণ মঞ্চের এক্টিভিস্ট আকরামুল হক, এ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, সাবেক ছাত্র নেতা পীযুষ কান্তি দে,
দৈনকি সংবাদের নিউজ এডিটর কাজী রফিক, সুমহান শব্দের কবি নজমুল হেলাল, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার মো: শাহজাহান, সাংবাদিক সাইফুল শুভ, চিত্রপরিচালক আলমগীর রতন, দৈনিক প্রতিনিদের চিত্র এর সম্পাদক অয়ন আহমেদ, দৈনিক বাংলাদেশ কণ্ঠ এর সম্পাদক ফারুক খান, জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল, সচিবালয়ের কর্মকর্তা মো: মাহবুব আলী, সাত তারকা সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা শাহাদাৎ চৌধুরী, লেখক-গবেষক ও উদ্ভাবক-বীর মুক্তিযোদ্ধা এডভোকেট দেলওয়ার হোসেন ভূইয়া, রাজবাড়ী জেলা বিএনপি এর ভাইস প্রেসিডেন্ট মো: আতাউর রহমান আতা, ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান, খোকসা উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম বাবুল ও অর্থসচিব মো: আনোয়ার হোসেন, প্রবাস মেলা’র সাবেক রিপোর্টার ফরহাদ হোসেন প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উড়োজাহাজ মার্কা আলকাতরার স্বত্ত্বাধীকারি আব্দুর রশিদ, শেরপুর আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান নতুন, হাজী জাকির হোসেন, মো: রফিক চৌধুরী, গাজী মঞ্জুরুল আলম, জুবাইদা নাজনীন চৌধুরী, স্বপন কুমার দে প্রমুখ।
প্রবাসীদের মধ্যে শুভেচ্ছা জানান- দুবাই প্রবাসী শেহাব দেয়রা টেকনিক্যাল সার্ভিস এলএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, হাজ বারকোড ট্রেডিং এলএলসি’র বেলাল আহমেদ, ডিমাস ফ্যাশন ট্রেডিং এলএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জসিম উদ্দিন, ইতালি প্রবাসী জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একাংশের সভাপতি আ.স.ম. আব্দুর রব, বিশিষ্ট অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী মুনা আখতার, তারুণ্যের কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী, বিশিষ্ট কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, জনপ্রিয় অভিনেত্রী রাশনা পারভীন নিপুনসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মুঠোফোনে অনুষ্ঠানের সফলতা জানিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে বিশিষ্ট রাজনীতিবীদ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রবাস মেলা দেশে বিদেশে পাঠকের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে। প্রবাসীদের সুখ-দুঃখ নিয়ে সংবাদ প্রকাশনার ব্যতিক্রমধর্মী এ উদ্যোগকে আমি স্বাগত জানাই’।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে পত্রিকার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ, দীর্ঘ পথচলায় প্রবাস মেলা’র সাথে থাকার জন্য দেশ বিদেশের নিয়োজিত প্রবাস মেলা’র সকল প্রতিনিধি, পাঠক, বিজ্ঞাপন দাতা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। একই সাথে ভবিষ্যতে প্রবাস মেলা’র সাথে থাকার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রবাস মেলায় প্রকাশিত বিগত বছরের বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন দেশে নিয়োজিত প্রবাস মেলা’র প্রতিনিধিদের পাঠানো শুভেচ্ছা বক্তব্যের সমন্বয়ে নির্মিত ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। যারা শুভেচ্ছা বক্তব্য পাঠিয়েছেন তারা হলেন- প্রবাস মেলা’র নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, রোম, ইতালি প্রতিনিধি আখি সীমা কাওসার, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি মার্ক রায়, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি সৈয়দ এম হোসেন বাবু, বৈরুত, লেবানন প্রতিনিধি ওয়াসীম আকরাম, মানামা, বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন, সিডনী, অস্ট্রেলিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদ খোকন, দক্ষিণ কোরিয়ার সিউল থেকে উমর ফারুক হিমেল। এছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধিরাও স্যোসাল মিডিয়া ও টেলিফোনের মাধ্য বর্ষপূর্তির সফলতা কামনা করে শুভেচ্ছা জানান।
আগত অতিথিদেরকে আপ্যায়ণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।