ডেস্ক রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুয়েত যুবলীগ। ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার রাতে কুয়েতের একটি অভিজাত হোটেলের হলরুমে স্বাস্থবিধি মেনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন কুয়েত মহানগর যুবলীগের সভাপতি মীর তারেক। সংগঠনের যুগ্ম-আহবায়ক তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মো: ইসমাইল হোসেন হাওলাদারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন যুবলীগ নেতা মো: আব্দুর রাজ্জাক সহ অনেকেই।
এসময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বলিষ্ঠ নেতৃত্বে দেশে এবং প্রবাসে সংগঠন আরও শক্তিশালী হবে। গ্রুপিং রাজনীতি পরিহার করে কুয়েতে অবস্থানরত সকল যুবলীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
সবশেষে নৈশ ভোজ মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।