আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লার মৃত্যুতে ইউরোপে প্রবাসী সাংবাদিকদের বৃহৎ সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রবাসী সাংবাদিকরা বলেন, মাহফুজ উল্লাহ বাংলাদেশের খ্যাতিমান শুধু সাংবাদিকই নন,তিনি একাধারে একজন লেখক, কলামিস্ট ও টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। তার এই মৃত্যুতে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক স্বন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।
বরেণ্য এ সাংবাদিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবের প্রধান উপদেষ্টা শরীফ আল মমিন, সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপ, সিনিয়র সহ সভাপতি মিরন নাজমুল, সহ সভাপতি রিয়াজ হোসেন, সহ সভাপতি মিনহাজুল আলম মামুন, সহ সভাপতি মাহবুব সুয়েদ, সহ সভাপতি ফারুক আহমেদ মোল্লা, সহ সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি আখি সীমা কাওসার, সাধারণ সম্পাদক জমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, যুগ্ম সম্পাদক জুহুরুল হক, যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ সায়েদ, সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শফিউল শাফি, অর্থ সম্পাদক মাহবুব হোসাইন, প্রচার সম্পাদক মোহাম্মদ রাসেল আহম্মেদ, আমির হোসেন লিটন, ক্রীড়া সম্পাদক সাইফুল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আসলামুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক জাহিদ কায়সার, অভিবাসী সম্পাদক জুম্মন মাদবর, মহিলা সম্পাদিক মনিকা ইসলাম, সদস্য এডভোকেট আনিসুজ্জামান, খান রিপন, মিল্টন রহমান, ফেরদৌসী রহমান প্রমুখ।
উল্লেখ্য, ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল শনিবার সকাল ১০টা ১০মিনিটের দিকে তিনি শেষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।