শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ২৮ মে ২০১৯ সোমবার কুয়েত সিটির রাজধানী হোটেলে বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যান পরিষদের এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনের নিয়ম অনুযায়ী সংগঠন চলবে তারই ধারাবাহিকতায় আগামী ২বছরের জন্য নির্বাচন কমিশন দ্বারা নব নির্বাচিত ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দের কাছে পরিষদের কার্যক্রম তুলে ধরেন আহবায়ক শাহ আলম ও সদস্য সচিব কোরবান আলী।
সংগঠনের নির্বাচন কমিশনার আব্দুল সাত্তার এর উপস্থিতিতে নবনির্বাচিত নাসির উদ্দিন হাওলাদার কে সভাপতি, ইমন মাহমুদ সেন্টুকে সাধারণ সম্পাদক ও খলিলুর রহমান বকুলকে সাগংঠনিক সম্পাদক নির্বাচিত করে।
এসময় সময় আরো উপস্থিত ছিলেন শেখ গিয়াস উদ্দিন, রিয়াজুল ইসলাম ভূইয়া, সুজন সরকার, দেলোয়ার হোসেন, আনোয়ার মৃধা সহ অনেকে।
নব নির্বাচিত কমিটির নেতারা পূর্বের সকল অনিয়মকে জেরে মুছে এ সংগঠন থেকে যারা দূরে রয়েছেন সকলকে ঐক্যবদ্ধ করে কুয়েতে বরিশালবাসীর কল্যানে কাজ করার কথা বলেন।