মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের মালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত শওকতের পরিবারকে মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয় ৷ ১৬ নভেম্বর শুক্রবার দুপুরে নিহত শওকতের ছেলে রনি হাওলাদার এর একাউন্টে সোনালী ব্যাংক গৌরনদী বরিশালে ২ লাখ ৩০ হাজার টাকা পাঠানো হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী মুখলেছ, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ হাফিজ, মালদ্বীপ প্রবাস মেলা’র প্রতিনিধি মনির হোসেন, প্রবাসী জুয়েল সিকদার, হেদায়াত উল্লাহ, আলি হোসেন, আমির হোসেন, রবিউল আউয়াল, নজরুল ইসলাম সহ আরো প্রবাসী বাংলাদেশিরা ৷ এই আর্থিক সহযোগীতার জন্য মৃত শওকতের পরিবার মালদ্বীপ প্রবাসীদের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷
উল্লেখ্য ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় মালদ্বীপের রাজধানী মালে মোহাম্মদ শওকত (৪২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
জানা যায়, ডিউটিতে যাবার সময় রাস্তায় স্ট্রোক করলে তার সাথে থাকা সহকর্মীরা তাৎক্ষণিক মালে অাইজিএমএইচ (IGMH) হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ৷
মৃত মোহাম্মদ শওকত এর বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বদরপুর গ্রামে, তার দুই মেয়ে ও এক ছেলে আছে। সে গত চার বছর আগে নিজের পরিবারকে একটু সুখে রাখতে মালদ্বীপ এসেছিল ৷ তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।