মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: শুভ্রতার এক অসহ্য সৌন্দর্যতা আছে আর সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইউরোপের বিভিন্ন দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভ্রমণ পিপাসুরা সুন্দর্য উপভোগ করতে আসে “ANDOOR”নামক ছোট্ট দেশটিতে। পাস দে লা কেস (PAS DE LA CASE) নামক অঞ্চলটি যেন একটি বরফের সমুদ্র। আর এই বরফ রাজ্যে , বরফের সৌন্দর্য উপভোগ, Ski সহ নানাবিধ খেলাধুলা,টেক্স ফ্রিতে নিত্য প্রয়োজনীয় তথা সৌখিন দ্রব্য ক্রয়ের জন্য অসংখ্য মানুষ এখানে সময় কাটাতে আসে। আর এই অঞ্চলটিকে কেন্দ্র করে, প্রতি বছরের ন্যায় এ বছরেও “বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন তুলুজ, ফ্রান্স” কর্তৃক আয়োজিত হলো বার্ষিক শীতকালীন আনন্দ ভ্রমণ।
১৭ মার্চ রবিবার সকাল ৯ টা ৩০ মিনিটে যাত্রা আরম্ভের এ আনন্দ ভ্রমণে দুই শতাধিক সদস্য সদস্যাবৃন্দ অংশগ্রহণ করেন। যাত্রাপথে যথারীতি বিরতির মাধ্যমে সকালের নাস্তা গ্রহণ, আবারো প্রবল উত্তেজনায় ছুটে চলা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। গান, কবিতা, ছড়া এবং কৌতুক সহ বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টে বাসের ভিতর উপস্থিত সকলেই ছিল অত্যন্ত প্রাণচঞ্চল। বাসগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌছানো পর সকলে ব্যস্ত হয়ে পড়েন দুপুরের আহারের জন্য। সংগঠনের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনএর রান্না করা বিরিয়ানিতে উদরপূর্তি করে, সকলে হারিয়ে যায় যে যার মত।
ভাবীদের তৈরিকৃত বাংলাদেশের বিভিন্ন জেলার রকমারি পিঠা ছিল এবারের আনন্দ ভ্রমনের নতুন আকর্ষণ। ভ্রমণ পথে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি- ফখরুল আকম সেলিম, বাংলাদেশী প্রবাসী খ্রীষ্টান এসোসিয়েশন, তুলুজ -ফ্রান্সের মাননীয় সভাপতি এবং এসোসিয়েশনের সহ-সভাপতি- জোসেফ ডি কস্তা, সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর হোসেন, কোষাধক্ষ্য -তাজিম উদ্দিন খোকন, প্রধান উপদেষ্টা- ফারুক হোসেন, মোতালেব হোসেন, এনজাম খান, সহ-সভাপতি- ফিরোজ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক- সাকের চৌধুরী, প্রচার সম্পাদক -আমিনুর রহমান, ইফতেখার মাহমুদ, শাকিল চৌধুরী জামান সিকদার সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নিজেদের মাঝে আন্তরিকতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠান আরো বেশি করা উচিত। আনন্দ ভ্রমণের শেষ অংশে যাত্রা বিরতিতে লটারি ড্র এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন আমিনুর রহমান, জোসেফ ডি কস্তা এবং তাজিম উদ্দিন খোকন। পরিশেষে সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিম উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।