প্রবাস মেলা ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডালাস সিটিতে ৪ আগস্ট ২০২৩, শুক্রবার থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’ শীর্ষক এ আয়োজনে ববিতাকে সম্মাননা জানানো হবে। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে আয়োজিত এ উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ববিতা অভিনীত আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমাটি। এছাড়াও সত্যজিৎ রায় পরিচালিত ‘অশিন সংকেত’ সিনেমাটিও প্রদর্শিত হবে। এতেও অভিনয় করেছিলেন ববিতা। ৫ আগস্ট থেকে টানা ৬ আগস্ট পর্যন্ত এই উৎসব হবে।
ববিতা জানান, একটা সময় আমাদের দেশের গুণী নির্মাতারা খুব ভালো ভালো সিনেমা নির্মাণ করতেন। দেশ স্বাধীনের আগে সেসব গুণী নির্মাতাদের ভালো ভালো সিনেমা আন্তর্জাতিক উৎসবে স্থান পেতো না। দেশ স্বাধীনের পর আন্তর্জাতিক উৎসবে আমাদের দেশের সিনেমা প্রদর্শনের সুযোগ পেল। এক সময় সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় আমার অভিনয়ের সুযোগ এলো। ছবিটি বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত হলো। ছবিটি নিয়ে বিশ্বেও চলচ্চিত্র অঙ্গনে আমি প্রতিনিধিত্ব করলাম। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে বাংলাদেশের মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, নিজেকে চিনিয়েছি। সবাইকে অবগত করলাম আমি বাংলাদেশের মেয়ে। আজ শুধু আমাকে ঘিরেই এই ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে। আবার সেখানে মাননীয় মেয়র আমার হাতে সম্মাননা তুলে দেবেন। এই সম্মান আমার নিজের একার নয়, এই সম্মান, এই প্রাপ্তি আমার দেশের, আমার পরিবারের।