প্রেস বিজ্ঞপ্তি: বানভাসী মানুষের মাঝে খাবার বিতরণের জন্য মেহমানখানা পরিচালনা করছে অসহায় ও প্রবীণ মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা সেবা সংগঠন ‘প্রবীণ সেবালয়’। নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ীয়া গির্জা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেহমানখানা স্থাপন করা হয়েছে।
এ মেহমানখানার মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে ৩ শত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সমাজের বিত্তশালীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবীণ সেবালয়ের প্রধান নির্বাহী আবদুল মতিন।
বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ ছাড়াও চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, সয়াবিন তেল ইত্যাদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সামগ্রী, সাবান ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান। বনায় প্লাবিত নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজোলার হাওরবেষ্টিত দুর্গম এলাকায় এসব ত্রাণ তৎপরতা পরিচালনা করা হচ্ছে। এ কাজের জন্য ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন প্রবীণ সেবালয়ের পক্ষ থেকে। তিনি আরো বলেন, এ পর্যায়ে বিপন্ন মানুষের ঘরবাড়ি মেরামত করা ও পরিধেয় কাপড়ের প্রয়োজন।
অসহায় বন্যা দুর্গতদের সেবায় এগিয়ে আসতে ও আর্থিকভাবে সহযোগিতা করতে এগিয়ে আসতে পারেন আপনিও। আর্থিকভাবে সহযোগিতা পাঠাতে পারেন ০১৯১৯৫৫৯১০৪ (বিকাশ পার্সোনাল) অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার:
0111100524810
Probin Sebalaya
Global Islami Bank LTD.
10, Gaulsul Azam Avenue, Sector – 13,
Uttara Model Town
Dhaka.