রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলার একটি উপকূলীয় এলাকা রায়পুর ইউনিয়ন। রায়পুরের গহিরা এলাকায় প্রতিবেলায় জোয়ারের পানিতে তলিয়ে যায় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। এইরকম একটি অবস্থায় জনজীবন বড় হুমকির মুখে। না খেয়ে দিন কাটাতে হয় বহু পরিবারের, কেউ আবার দু’বেলা মিলে একবেলা খেয়ে দিন কাটাচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি ওয়ার্ডের মধ্যে একটি হচ্ছে ৮ ও ৯নং ওয়ার্ড।ক্ষতিগ্রস্ত এই ৮ ও ৯নং ওয়ার্ডে ২৫০ পরিবারের মাঝে ‘রায়পুর ইউনিয়ন মানব কল্যাণ সোসাইটি’ এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
১লা সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার সংগঠনের প্রধান পৃষ্ঠপোষকের সার্বিক সহযোগিতায় সকল সদস্যারা পায়ে হেটে ও ভ্যান গাড়িতে করে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন দুস্থদের মাঝে। ত্রাণ পেয়ে হাসি ফুটে উঠে বহু ক্ষুধার্ত শিশু, বয়ো-বৃদ্ধদের মুখে।
এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ, শায়ের এনামুল হক এনাম, ওসমান গণি খাঁন রিটন, মো: ইয়াসিন, আনসার মিয়া, হাফেজ আবচার সিয়াম, সালাউদ্দিন কাদের, মো: ইউসুফ মনির, মো: সাহাব উদ্দিন,মো: সাদ্দাম, শাহজাহান প্রমূখ।