প্রবাস মেলা ডেস্ক: তরুণ ব্যাংকার ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক মো: হাসানুর রহমান “বন্ধন অ্যাওয়ার্ড ২০২৫”-এ ভূষিত হয়েছেন। শনিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত বন্ধন কালচারাল ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব জনাব নাজমূল হক এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রুমানা ইসলাম মুক্তি মো: হাসানুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও বন্ধন উপদেষ্টা জনাব আক্তারুজ্জামান বাবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, স্বাক্ষর-এর চেয়ারপার্সন শামসুন্নাহার আজিজ লীনা, বিশিষ্ট সংস্কৃতিসেবী ও বন্ধন উপদেষ্টা মেজর (অবঃ) আক্তারুজ্জামান, হযরত শাহ্আলী মহিলা কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী রানা ফেরদৌস রত্না, ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জাহিদ আহমেদ চৌধুরী এবং গ্রামীণ পাওয়ার লিমিটেডের বিপণন ব্যবস্থাপক জনাব এমডি আল-আমিন হোসেন।
এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে তোলেন বিশিষ্ট শিল্পীরা।
মো: হাসানুর রহমান বর্তমানে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিও টুডে ৮৯.৬ এফএম-এ সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি-তে সরকারি সম্পর্ক বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি এনআরবি ব্যাংক, ইউএসএআইডি, এফবিসিসিআই, যমুনা টিভি, চ্যানেল ২৪, মাছরাঙা টিভি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনে কাজ করেছেন। ব্যাংকিং, মিডিয়া এবং যোগাযোগের ক্ষেত্রে তার ১৪ বছরের অভিজ্ঞতা রয়েছে।
জনসংযোগ ও মিডিয়া খাতে অসামান্য অবদানের জন্য তিনি ইতিপূর্বেও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।