প্রবাস মেলা ডেস্ক: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় এখন পর্যন্ত (রাত ১০ টা) ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় ৭০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলীর বক্তব্য থেকে নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট সহ নৌ, বিমান ও সেনাবাহিনীর বিশেষ ইউনিটও কাজ করছে।