সৈয়দ এম হোসেন বাবু, লস এন্জেলেস, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেস ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র এর উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন ২৭শে সেপ্টেম্বর ২০২০ রবিবার কেক কেটে আলোচনা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে উদযাপন করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক গোলাম মাউলা বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেস এর সিনিয়ার সহ সভাপতি জিল্লুর রহমান নিরু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অফ অরেন্জ কাউন্টির সভাপতি গ্রীষ্ম বরণ উৎসবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল হক রাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেস এর সাংস্কৃতিক সম্পাদক শহিদ আহম্মেদ মিঠু, বঙ্গবন্ধু পরিষদ লস এন্জেলেস এর সহ সভাপতি শহিদ আলম, এলে বাংলা টাইমসের সিও আবদুস সামাদ, বাংলাদেশ থেকে অন লাইনে কন্ঠশিল্পী দিনা মাসুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেস এর সাধারণ সম্পাদক দেওয়ান জমির প্রমুখ।
সমাপনী বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেস এর সভাপতি সৈয়দ এম হোসেন বাবু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জন্মদিন। ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সালে টুঙ্গিপাড়া গ্রামে তাঁর জন্ম হয়। শেখ হাসিনা বাঙালি জাতির কান্ডারী হিসেবে বিবেচিত হয়েছেন বারবার তার মেধা, সাহস ও সততার কারণে। বর্তমান বাংলাদেশের অস্তিত্বের প্রতীক তিনি। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন কালে আমরা ঐক্যবদ্ধ। পরে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেসের সাংস্কৃতিক সম্পাদক শহিদ আহম্মেদ, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শহিদ আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেসের সহ সভাপতি কাবেরী রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লস এন্জেলেসের সহ সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমান এপোল।