হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার সকাল ১১টায় ঢাকা রির্পোটার ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু- বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, আওয়ামী লীগ নেতা এম এ করিম, এডভোকেট বলরাম পোদ্দার, সাবেক ছাত্রলীগ নেতা তারেক সামস হিমু, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, কুয়েত আওয়ামীলীগ সভাপতি সাদেক হোসেন, প্রবাস প্রত্যাগত আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, মেহেদী হাসান, রোকন উদ্দিন পাঠান, মানিক লাল ঘোষ, আশরাফ বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।