সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে : ১৩ সেপ্টেম্বর ২০১৯ সীতাকুন্ড সদরে মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ মিলনায়তনে সীতাকুন্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠনকল্পে চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য কবি-লেখক- সাহিত্যিক- মানবাধিকার কর্মী শুক্কুর চৌধুরীর সভাপতিত্বে ও কবি- সাহিত্যিক- লেখক বঙ্গবন্ধু ফাউন্ডেশন উত্তরের সদস্য আতাউল হাকিম আরিফের সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মার্শাল কবির পান্নু। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তরের সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তরের সদস্য সাবেক ছাত্রনেতা এস এম ইউসুফ, অধ্যক্ষ আবুল কাশেম, সামছুল করিম লাভলু, ওমর ফারুক, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদী, খালেদ মোশারফ, মাহবুবুর রহমান খাঁন, দীপক কান্তি চৌধুরী, আবুল হোসেন, মোফাখখারুল আলম চৌধুরী, এস এম আব্দুল করিম ভাসানী, জাহাঙ্গীর আলম(সোনাইছড়ি), সাইফুদ্দীন খালেদ,মোঃ সোহেল রানা, আজিম উদ্দীন আরজু, শাহজাহান খাঁন, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম(পৌরসভা), জামাল উদ্দীন, নাহিদ চৌধুরী, সৌরভ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী শিপন, কামরুল ইসলাম, মোঃ ইউনুস, শামীমা আক্তার লাভলী, আলেয়া বেগম ও কামরুন্নাহার প্রমুখ নেতৃবৃন্দগণ।
সভায় আলোচনা সাপেক্ষে সব দিক বিচার বিশ্লেষণ করে বাবু দীপক কান্তি চৌধুরীকে আহ্বায়ক মোঃ আবুল হোসেনকে সদস্য সচিব, এস এম আব্দুল করিম ভাসানী/জাহাঙ্গীর আলম/ সাইফুদ্দিন খালেদ/মোঃ সোহেলরানা, আজিমউদ্দীন আরজু /শাহজাহান/রেজাউল করিম/ জাহাঙ্গীর আলম/ নূর মোহাম্মদ ও জামাল উদ্দীনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৪১ সদস্য আহ্বায়ক কমিটি তিনমাসের জন্য অনুমোদন দেয় সংগঠনের উত্তর জেলার আহ্বায়ক মার্শাল কবির পান্নু ও সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন।
আলোচনায় বক্তারা বলেন, সীতাকুন্ড উপজেলাসহ সব কটি উপজেলায় যাছাই বাছাইয়ের ভিত্তিতে মুক্তিযুদ্ধ পরিবার/ আওয়ামী পরিবারের সদস্যগনই কেবল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য প্রাপ্তির সুযোগ পাবেন।