শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ৩১ আগস্ট শুক্রবার কুয়েতের ফরানিয়ার লুলু গ্রাউন্ড এর একটি হোটেলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কুয়েত শাখার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আলোচনা।
শোক সভা ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, দাইয়ানুর রহমান মিষ্টার নুর ও জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কুয়েত শাখার প্রধান উপদেষ্টা ও শ্রমিকলীগ কুয়েত শাখার সিঃ সহ সভাপতি মোঃরোকনুজ্জামান(রোকন), বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখার উপদেষ্টা দীন ইসলাম মিন্টু, মোঃ হানিফ মিয়া সভাপতি জাতীয় শ্রমিকলীগ কুয়েত শাখা, খায়রুল আলম(রানা) সিনিয়র সহ সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখা সহ অনেকে।
বক্তারা ১৫ আগস্টের তাৎপর্য’ নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন নূরুল ইসলাম, নুরুল আমিন, নজরুল ইসলাম শাহিন, কবির হোসেন, ইসমাইল হোসেন হাওলাদার, তুষার,শফিক টিটু, নাজমুল শরিফ, নয়ন মোল্লা সহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আওয়ামী ফাউন্ডেশন, ফরিদপুর ও গোপালগঞ্জ সমিতির নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতৃবৃন্দ।
পরে শোক সভায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ ১৫আগস্টে নিহত পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি কুয়েত প্রবাসী আওয়ামীলীগের নিবেদিত প্রাণ এস এম আব্দুল আহাদ ঈদ পালনে দেশে অবস্থান কালে দূর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হওয়ায় গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সভা শেষ হয়।