ক.ম জামাল উদ্দিন, আবহা, সৌদিআরব প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটির মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বিলুপ্তিপূর্বক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা জনাব নুরুল আবছারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জনাব আজাদ রহমানের সঞ্চালনায় অস্থায়ী কার্যালয়ে ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সৌদি জার্মান হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার জনাব আবুবকর কামাল। বিশেষ অতিথি ছিলেন সর্বজনাব শফিউল অজম, শেলু চৌধুরী, আনোয়ার মোসতাক, এস,এম,জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য রাখেন জনাব এইচ, এম, কামালউদ্দিন, মোহাম্মদ সালাহউদ্দীন, আব্দুর রহিম মাহমুদী, ফারুক রহমান, মনসুর বাবু, ফারুক উদ্দিন, গিয়াসউদ্দিন, মঈন উদ্দিন, মাহিন উদ্দিন প্রমুখ।
সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদপূর্তীতে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা ও নতুন কমিটি গঠনকল্পে বর্তমান কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা মন্ডলীর সকল সদ্স্যগণকে উক্ত কমিটির সদ্স্য মনোনীত করে নিন্তোক্ত আহ্বায়ক কমিটি গঠিত হয়।
আহ্বায়ক: জনাব আবুবকর কামাল, যুগ্ম আহ্বায়ক: জনাব নুরুল আবছার, শফিউল আজম, শেলু চৌধুরী, আনোয়ার মোশতাক, ফারুক রহমান। সদ্স্যসচিব: জনাব আজাদ রহমান, যুগ্ম সদ্স্য সচিব এইচ,এম,কামালউদ্দিন।
সদ্স্য সদ্য বিলুপ্ত কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা মন্ডলীর সকল নেতৃবৃন্দ। কাউন্সিলর: কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা মন্ডলীর সকল সদস্য। উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিনমাস অর্থাৎ নভেম্বর ২০১৮ এর মধ্যে সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদের সংবিধান মোতাবেক একটি নতুন কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ গঠনকল্পে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও কর্মকান্ড পরিচালনা করবেন।
সভার সভাপতি সুন্দর ও হৃদ্দতাপূর্ণ পরিবেশে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় উপস্থিত সকল নেতা কর্মীদের ধন্যবাদ ও ঐক্যবদ্ধভাবে আগামী সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।