রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ৩০ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় বঙ্গবন্ধু পরিষদ- চট্টগ্রাম রিয়াদ শাখার উদ্যোগে ১৫ ও ২১ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধুসহ স্বপরিবারে নিহতদের স্মরনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আলহাজ্ব লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস্কান্দার শিকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন। প্রধান বক্তা ছিলেন রিয়াদ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ। বক্তৃতা করেন বঙ্গবন্ধু পরিষদ- চট্টগ্রামের সহ-সভাপতি, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের রিয়াদ মহানগর সহ- সভাপতি মাজহারুল ইসলাম পলাশ, রিয়াদ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম হাসান চৌধুরী, প্রবাসী কোম্পানীগন্জ যুবলীগের সভাপতি নিজাম উদ্দীন জন্টু, রিয়াদ যুবলীগের যুগ্ন সম্পাদক রাশেদ চৌধুরী, রিয়াদ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কে এম জাকেরুল ইসলাম, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাযলগঠনিক সম্পাদক মার্শাল টিটু, রিয়াদ যুবলীগ নেতা মোহাম্মদ মামুন, যুবলীগ নেতা সোহেল হোসেন তালুকদার, যুবনেতা নিজাম উদ্দীন, রিয়াদ যুবলীগ নেতা এম মফিজুর রহমান, যুবলীগ নেতা জসীম উদ্দীন তালুকদারসহ অনেকে।
প্রধান অতিথির বক্তৃতায় মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাঙ্গালী জাতিকে নিশ্চিহ্ন করতেই ১৫ ও ২১ আগস্ট হত্যাকান্ড। তিনি বলেন, বাঙ্গালী জাতি সত্ত্বাকে হত্যা করতে চেয়েছিল পাক – মার্কিন ও দেশীয় ষড়যন্ত্রকারীরা। ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল একটি জাতির জনকের নাম। কিন্তু তারা বুঝতে পারিনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি বলেন, দেশে – বিদেশে সেই চক্রান্তের ধারাবাহিকতা থেমে নেই।
তিনি বলেন, দেশী বিদেশী সকল ষড়যন্ত্রের দাঁত ভাঁঙ্গা জবাব হবে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য একাদশ সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার মনোনিত প্রার্থীদের নৌকা প্রতিকে ভোট দেয়া – এর ব্যত্যয় যেনো না ঘটে। দলীয় কোন্দলে নৌকা প্রতীকের পরাজয় হলে তা হবে আত্মঘাতের শামিল। তিনি বলেন, পাওয়া না পাওয়ার সব বেদনা ভুলতে হবে সংগঠনের স্বার্থে – হাজার হাজার নেতাকর্মীদের জীবন বাঁচানোর তাগিদে। এখন থেকে এ শপথ নিয়েই নির্বাচনী ভোট যুদ্ধের জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের উদাত্ত্ব আহ্বান জানান মুহাম্মদ ইউসুফ খাঁন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন নিজাম উদ্দীন জন্টু। দোয়া মাহফিলের পরে উপস্থিত সকলের মাঝে জেয়াফতের তবারুক বিতরণ করা হয়।।