ক.ম .জামাল উদ্দিন, খামিস মোশায়েত, সৌদিঅারব প্রতিনিধি: ১৯ জুলাই ২০১৮ রাতে বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আহ্বায়ক কমিটির প্রথম সভা সংগঠনের খামিস মোশাইতস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সদস্য সচিব জনাব হোসাইন মোঃ কামাল চৌধুরীর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সৌদি জার্মান হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার জনাব আবুবকর কামাল।
সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন শফিউল আজম, এস.এম.জাহাঙ্গীর আলম, ফারুক রহমান, আহমদ আলী নঈমী, আনোয়ার মোস্তাক ও মোহাম্মদ সেকান্দার। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব জনাব মোঃ আজাদ রহমান। পূর্বনির্ধারিত আলোচ্যসূচির উপর বক্তব্য রাখেন মোঃ মহিন উদ্দিন, স্বাধীন আহমেদ মিঠু, মোঃ নিজামুল ইসলাম, মোঃ সালাহউদ্দীন, মোঃ ওমর ফারুক, আব্দুল করিম, বি.কে.হাবীব, এম.এ.রহিম ফারুক মাহমুদী, মোঃ সোলাইমান ও মোহাম্মদ এয়াকুব প্রমুখ।
সভায় সংগঠনকে গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও আগামী সম্মেলনকে সফল করার প্রত্যয়ে পারস্পরিক সহোযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানান এবং মৌলানা মোঃ ইউসুফ সাহেবকে মোনাজাত পরিচালনা ও সভায় উপস্থিত সবাইকে গভীররাত পর্যন্ত সময় দিয়ে সভাকে সফল করার জন্য ধন্বাযদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।