রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের বৃক্ষরোপণ উদ্বোধন করলেন রেঞ্জ ডি আই জি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী ‘সবুজবৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
তার ধারাবাহিকতায় চট্টগ্রাম রেঞ্জ অফিসে অবস্থিত একটি ফলজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০’ এর শুভ উদ্বোধন করেন রেঞ্জ ডি আই জি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম।
বৃক্ষরোপণ অভিযান-২০২০ এ রেঞ্জ অফিসের সকল দপ্তর ও সংস্থায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্ব-প্রণোদিত হয়ে অধিক পরিমাণে বৃক্ষরোপণের উদ্যোগ নিতে সকলের প্রতি আহ্বান জানান ডিআইজি।
অনুষ্ঠানে এসংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।