সৈয়দ এম. হোসেন বাবু, লসএঞ্জেল্স, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: লসএঞ্জেলস প্রবাসী বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসানের প্রথম প্রবন্ধ গ্রন্থ ‘জাতীয়তাবাদী আন্দোলনের মুক্তিযুদ্ধ উত্তরণ’ সম্প্রতি একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে। ঢাকা থেকে শুদ্ধপ্রকাশ এর পক্ষে বইটি প্রকাশ করেছেন হিরন্ময় হিমাংশু। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। সম্পাদনা করেছেন তপন দেবনাথ।
বইটিতে মোট ১৪টি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলো হলো- স্মৃতিতে চির ভাস্কর ‘৬৬-র ৭ জুন, ৬-দফা থেকে ১-দফা এবং মুজিবের জনপ্রিয়তা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও শেখ মুজিবের আকাশচুম্বী জনপ্রিয়তা, স্মৃতিতে অম্লান উনসত্তরের একুশে ফেব্রুয়ারি, প্রথম পতাকা উত্তলন, আমার দেখা সেদিনের স্মৃতি, পঁচিশে মার্চের কালরাতের স্মৃতি, মহান জর্জ হ্যারিসন ও কনসার্ট ফর বাংলাদেশ, স্বাধীন দেশের প্রথম একুশে ফেব্রুয়ারি ও পূর্বাপর, হে স্বাধীনতা তোমাকে পেয়েছি বলেই, আজন্ম ইচ্ছে ও বঙ্গবন্ধুর মাজার, বাংলাদেশ ভারত সম্পর্ক, একই বৃন্তে দুটি ফুল, সাম্প্রদায়িক রাজনীতির বিজয়োল্লাস, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন ও ড. ওয়াজেদ মিয়া, একজন নির্মোহ মানুষের কথা।
লেখক কামরুল আহসান ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। আলোচ্য লেখাগুলো লেখকের প্রত্যক্ষ অজ্ঞিতার বর্ণনা যা অত্যন্ত তথ্যবহুল ও মুক্তিযুদ্ধের অনেক অজানা বিষয় নিয়ে এতে আলোচিত হয়েছে। বইটি নিয়ে ইতোমধ্যে পাঠক মহলে বেশ আগ্রহ দেখা দিয়েছে। বই আকারে প্রকাশিত হবার আগে সবগুলো লেখা ইতোপূর্বে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা ও বাংলাদেশ প্রতিদিন এ ছাপা হয়েছিল এবং ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। একুশের বইমেলায় শুদ্ধপ্রকাশ এর ৭০২ নং ষ্টলে বইটি পাওয়া যাচ্ছে।