প্রবাস মেলা ডেস্ক: সবার জন্য উবুন্টু উবুন্টু, একটি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। ডেস্কটপ কম্পিউটারে লিনাক্সের ব্যবহার আরও সহজ ও জনপ্রিয় করার লক্ষ্যে শুরু করা হয়েছিলো এই প্রকল্পটি। বর্তমানে লিনাক্সভিত্তিক অনেক অপারেটিং সিস্টেম চালু রয়েছে, তার মধ্যে ডেস্কটপ/ল্যাপটপ ব্যবহারকারীদের এমনকি সার্ভার ব্যবস্থাপনার জন্যও উবুন্টু সবচেয়ে জনপ্রিয়।
উবুন্টু অপারেটিং সিস্টেমটি মাত্রই ব্যবহার শুরু করেছেন অথবা ব্যবহার শুরু করার কথা ভাবছেন এমন সকল ব্যবহারকারীদের যেসব সাধারণ বিষয় জানা থাকা প্রয়োজন যেমন, উবুন্টু ইনস্টল করা, দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচিতি, কমান্ড ব্যবহারসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে লেখা হয়েছে ‘সবার জন্য উবুন্টু’ বইটি। প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে যেন বর্ণনা অনুসরণ করে খুব সহজেই কাজগুলো সম্পন্ন করা যায়। সেই সঙ্গে লিনাক্স এনভায়রনমেন্টে কীভাবে বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রামিং চর্চা করা যায় সেটিও এখানে দেখানো হয়েছে।
বইটি লিখেছেন নাসির খান সৈকত, যিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। এছাড়া শৌখিন আলোকচিত্রী এবং লেখক হিসেবেও তাঁর পরিচিত রয়েছে। বর্তমানে ওয়েব ম্যানেজার হিসাবে কাজ করে যাচ্ছেন একটি বৃহৎ দেশীয় প্রতিষ্ঠানে। নিয়মিত কাজের বাইরে ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় এক দশক ধরে। তাঁর লেখালেখির মূল বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি। স্কুলজীবন থেকেই তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত আছেন। এছাড়া মুক্ত সোর্স ধারনার চর্চা ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন প্রায় এক যুগ ধরে। বাংলা ভাষার সব থেকে বড় বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য, এবং ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশ লিড হিসাবে যুক্ত আছেন। দ্বিমিক প্রকাশনী থেকে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে এই বইটি। বাংলা একাডেমি প্রঙ্গনের দ্বিমিকের স্টলে (স্টল নম্বর ১৯, বাংলা একাডেমি পুকুর সংলগ্ন) পাওয়া যাবে, পাশাপাশি নীলক্ষেতের হক লাইব্রেরী, মানিক লাইব্রেরী এবং অনলাইনে রকমারি ডট কম ওয়েবসাইটে রয়েছে উবুন্টু বইটি।