প্রবাস মেলা ডেস্ক: প্রতিবছর অমর একুশে বইমেলায় নানান ধরনের নানান বিষয়ক বই পাওয়া গেলেও ভ্রমণ স্বাস্থ্য বিষয়ক বই খুব একটা পাওয়া যায়নি। অতিগুরুত্বপূর্ণ হওয়া সত্বেও ভ্রমণে যে ব্যাপারটি উপেক্ষিত থাকে, তা হলো ভ্রমণ সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা।
ভ্রমণ স্বাস্থ্য বিষয়টি কেবল স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কয়েকটি টিপসের মধ্যে সীমাবদ্ধ নয় -এর ব্যাপকতা অনেক। এমনকি শুধুমাত্র ব্যক্তি বা সঙ্গীর স্বাস্থ্য নিয়ে সচেতন হলেই ব্যাপারটি শেষ হয়ে যায় না, জনস্বাস্থের বিষয়টিও গুরুত্বের সাথে দেখতে হয়। ডা. কামরুল আহসান এর ‘ভ্রমণ স্বাস্থ্য’ বইটিতেও ভ্রমণে স্বাস্থের বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে দিন দিন ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে ভ্রমণের ক্ষেত্র। পর্যটন এখন একটি বহুমাত্রিক শিল্প। একে ঘিরে তৈরি হয়েছে নানাধরণের পেশাজীবী। তবে ভ্রমণ স্বাস্থ্যের ধারণা আমাদের দেশের জনগণের মাঝে এখনো সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। ভ্রমণ স্থানের ভূ-প্রকৃতি, আবহাওয়া,পরিবেশের উপাদান, বাসস্থান, যানবাহন, জনস্বাস্থের অবস্থা, সংক্রামক রোগের ঝুঁকি, ভ্রমণকারীর আচরণ, ভ্রমণের স্বায়ীত্ব স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাছাড়া ভ্রমণকারীর বয়স, শারীরিক অবস্থা এবং দীর্ঘ মেয়াদী রোগ নিয়ে ভ্রমণ প্রভৃতি ব্যাপারগুলোও ভাবনার বিষয়।

ভ্রমণ বিষয়ক স্বাস্থ্য ভাবনার বিভিন্ন ক্ষেত্র ও তার সমাধান ডা. কামরুল আহসান এর ‘ভ্রমণ স্বাস্থ্য’ বইয়ে অত্যন্ত সহজিয়া ভাষায় উপস্থাপন করা হয়েছে। আশা করি পাঠকরা বইটি পড়ে ভ্রমণ স্বাস্থ্য বিষয়ক সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন।ডা. কামরুল আহসান ‘ভ্রমণ স্বাস্থ্য‘ বইটি প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে।
উল্লেখ্য, ডা. কামরুল আহসান একজন শিশু বিশেষজ্ঞ। এর আগে তার আরও ৫ টি বই প্রকাশিত হয়েছে। সেগুলো হল- ‘শিশুর স্বাস্থ্য কুশল’, ‘কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি’, ‘খাবার যখন খেতে বারণ’, ‘সিংগাপুর দ্যা লায়ন সিটি’, ‘গর্ভবতী প্রসূতি ও নবজাতকের যত্ন’। বইগুলো পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।