প্রবাস মেলা ডেস্ক: দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। তবে মেহজাবীন মানেই যেন রোমান্টিক গল্প ও মিষ্টি প্রেমের নাটক। গেল কয়েক বছরে এমনটাই রীতি হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। কখনও প্রেমিকার চরিত্রে, কখনও স্ত্রীর চরিত্রে আবার কখনও বা প্রতিবাদী নারীর চরিত্রে। নিজেকে প্রতিনিয়তই ভেঙে গড়ছেন এই অভিনেত্রী।
বর্তমানে এই দুই অভিনয়শিল্পী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে একটি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী শোভন আনোয়ারের সঙ্গে একই মঞ্চে দেখা মিলবে তাদের।
৯ জুলাই ২০২৩, রবিবার সন্ধ্যা ৭টায় ফ্লোরিডার সেবর ল্যাটিনো রেস্তোরাঁয় ‘মিট অ্যান্ড গ্রিট’ নামের একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেবেন মেহজাবীন-ফারিণ-শোভন।